Text size A A A
Color C C C C
পাতা

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টারঃ

 

ক) আবালবৃদ্ধবনিতা নিবিৃশেষে সকলের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

খ) জরুরী বিভাগ ২৪ ঘন্টা খোলা রেখে রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়।

গ) ডায়ারিয়া রোগীদের জন্য ওআরটিসি কর্নার রয়েছে।

ঘ) বহিঃ বিভাগে আগত এবং অন্তঃ বিভাগে ভর্তিকৃত রোগীদের জন্য বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা করা

    হয়।

ঙ) যক্ষা ও কুষ্ঠ রোগীদের সেবার জন্য যক্ষা ও কুষ্ঠ ক্লিনিক রয়েছে, যেখানে বিনামূল্যে যক্ষা ও কুষ্ঠ রোগীর ঔষধ

    সরবরাহ করা হয়।

চ) ইপিআই প্রোগ্রামের মাধ্যমে ০-১৫ বছর বয়সের শিশুদের টিকা এবং ১৫-৪৯ বছর বয়সের মহিলাদের টিটি

    টিকা দেয় হয়।

       ছ) স্বাস্থ্য শিক্ষা প্রদানের ব্যবস্থা রয়েছে।

জ) ইউনিয়ন সাব সেন্টার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফারকৃত রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।

    জটিল রোগীদের উন্নত সেবার জন্য জেলা হাসপাতালে রেফাড করা হয়।

ঝ) স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দকৃত ঔষধ রোগীদের মাঝে বিনামূল্যে সরবরাহ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে সঠিক

    চিকিৎসার জন্য রোগীদের বাইরে থেকে ঔষধ ক্রয় করতে হয়।

ঞ) ঔষধের তালিকা দৃশ্যমান স্থানে টাঙ্গানো থাকে।

ট) জরুরী মোবাইল ফোন স্বাস্থ্য সেবা চালু রয়েছে, যার নম্বরঃ ০১৭৩০-৩১৪৬৬৯।